বাঁকুড়ার বিষ্ণুপুরে শুরু হলো সঙ্গীত মেলা ২০২০

নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া :: বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর, মল্ল রাজাদের প্রাচীন শহর নামে পরিচিত। শুরু হলো বিষ্ণুপুর সঙ্গীত মেলা ২০২০। এইশহর এ পোড়ামাটির হাট প্রাঙ্গণে এই সঙ্গীত মেলা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় শুরু হয়েছে মল্ল রাজাদের প্রাচীন শহরে পোড়ামাটির হাট প্রাঙ্গণে সঙ্গীত মেলা। এই মেলার ব্যবস্থাপক বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এবং সহযোগিতায় বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি বিভাগ।

এই মেলার শুভ উদ্বোধন হিসাবে ছিলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা মহাশয়, বিষ্ণুপুরের মহকুমাশাসক মানস মন্ডল এবং মহাকুমা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রাম শংকর মন্ডল। এছাড়া এই সংগীত মেলায় অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলার ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগীত শিল্পীরা।

বিষ্ণুপুর ঘরানা সঙ্গীত এর জন্য বিখ্যাত। বিষ্ণুপুরের সেই ঘরানা গানের জগত কে বাঁচিয়ে তোলা এবং পুনরুজ্জীবিত করাই হলো এই সঙ্গীত মেলার মূল উদ্দেশ্য।এই সঙ্গীত মেলা চলবে ১৩ ই জানুয়ারি পর্যন্ত।