অবতক খবর,১৬ এপ্রিল,মলয় দে,নদীয়া:- নদীয়ার শান্তিপুরে প্রায় সাড়ে তিনশ বছরের প্রাচীন নৃত্য কালী পূজা হয়ে আসছে 17 নম্বর ওয়ার্ডের বেজপাড়া এলাকায়। বর্তমান প্রবীণরা , প্রায় প্রায় 5 পুরুষের মুখ থেকে শুনে আসছেন, গুড ফ্রাইডের সাথে এই পুজোর অদ্ভুত একটা মিল আছে। পুজোর পাশাপাশি পাড়ার ছেলেরাই অভিনয় করে যাত্রাপালা মঞ্চস্থ করতেন সেই রীতি আজও বর্তমান। তবে গত দু’বছর করো না পরিস্থিতির কারণে তা বন্ধ ছিলো। পাড়া থেকে জানান, যাত্রাপালা এখন খুব বেশী দেখা না গেলেও তারা পাড়ার ঐতিহ্য পরম্পরা ধরে রেখেছে আজও। এবারেও গতকাল গুড ফ্রাইডে অর্থাৎ শুক্রবার অনুযায়ী পয়লা বৈশাখের দিন “ঠাকুর জামাই এলো বাড়িতে” যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। বাজনা সহযোগী লাইট এবং মহিলা চরিত্র ভাড়া করা হলেও পাড়ারই 13 জন যুবক তাদের কাজের ফাঁকে ফাঁকে অনুশীলন করেছে ।


এবছরের পুজো কমিটির সম্পাদক সুব্রত চক্রবর্তী জানান, এই যাত্রাপালা দেখতে শান্তিপুরের বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন যাত্রা প্রেমীরা। শান্তিপুরে একসময় যাত্রার খুব প্রচলন ছিলো, বর্তমানে তা মাত্র দুটি দলে সীমাবদ্ধ হয়ে গেছে। করোনা পরিস্থিতির পর তাদের অবস্থাও খুব সংগীন। এই ঐতিহ্য পরম্পরা ধরে রাখা এবং যাত্রাশিল্পীদের দুর্দশার কথা সরকারি মহলে পৌঁছে দিতে নৃত্য কালী পূজা কমিটি আগামীকাল ধরে রাখবে যাত্রা অভিনয়।