অবতক খবর,১ ফেব্রুয়ারি,নদীয়া:- নদীয়ার গয়েশপুর পরিবেশ উদ্যান পরিচর্যার অভাবে জীর্ণ দশায় পরিনত হয়েছে,
প্রসঙ্গত ১৯৯৫সালে প্রথম বাম পৌর বোর্ডের হাত ধরে গয়েশপুরে সেজে উঠেছিল এই পরিবেশ উদ্যান। তৎকালীন পুরো সভা বৃক্ষরোপণ থেকে জলের ব্যাবস্হা ও বাউন্ডারি পাঁচিল দিয়ে সাজিয়ে তুলেছিল পরিবেশ উদ্যান।২০১৫সালে বামেদের হাত থেকে পৌর বোর্ড চলেযায় শাসক দলের হাতে তার পর থেকে পরিবেশ উদ্যানের দিকে নজর দেওয়া হয়নি।আজ সেই পরিবেশ উদ্যান জরা জীর্ণ দশায় পরিনত হয়েছে।

বাম প্রাক্তন পুরো প্রধান গোপাল চক্রবর্তী বলেন আমরা ধিরে ধিরে সাজিয়ে তুলেছিলাম কিন্তু সময় পায়নি , আরোও অনেক কাজ বাকি ছিল কিন্তু তৃনমূল পরিচালিত পৌর বোর্ড ক্ষমতায় আসার পর কাজ করা তো দূরের কথা এই পরিবেশ উদ্যান রক্ষা করতে পারলো না।

যদিও এই বিষয়ে বর্তমান পুরো ভাইস চেয়ারপার্সন মানিক পাল বলেন আমরা প্রথম দিকে নজর না দিলেও এখন আমরা কাজ শুরু করেছি এই পরিবেশ উদ্যান আমরা আবারও সাজিয়ে তুলবো।
তবে এতো দিনে রক্ষা করতে পারেনি এখন সামনে পৌর ভোট তাই হয়তো প্রতিশ্রুতি,না বাস্তবে পরিবেশ উদ্যান আরোও সেজে উঠবে এ নিয়ে প্রশ্ন থেকেই গেল।