অবতক খবর,৩ ফেব্রুয়ারি,মালদা:- বহুতল আবাসনে আগুনের ঘটনায় আতঙ্ক ছড়াল মালদহে। শনিবার সকালে মালদহ শহরের সিঙ্গাতলা এলাকায় ঘটনা। আবাসনের নিচে ইলেকট্রিক মিটারের কাছ থেকে আগুন ও ধোঁওয়া বের হতে থাকে। বহুতলের নিচতলা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে।

আবাসনের আবাসিকরা দ্রুত নিচে নামতে শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল। দমকলের প্রাথমিক অনুমান, ইলেকট্রিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়ে থাকতে পারে। তবে, বড়সড় আগুনের হাত থেকে রক্ষা পেল এই আবাসন।