বহরমপুর মেডিকেল কলেজে আবারো সক্রিয় রক্তের দালাল চক্র

অবতক খবর,১০ এপ্রিলঃ বহরমপুর মেডিকেল কলেজে আবারো সক্রিয় রক্তের দালাল চক্র। রক্তের মজুত কম থাকার সুযোগ নিয়ে, টাকার বিনিময়ে রমরমিয়ে চলছে রক্তের কালোবাজারি। আজ সন্দ্যা রাতে এক দালালকে হাতে নাতে ধরে তাকে প্রশাসনের হাতের তুলে দেওয়া হয়। এই বিষয়ে বেশ কয়েকদিন থেকে নজর রাখছিল তারপর হঠাৎই সামনে আসে রক্তের দাদাল।

সুরাইয়া খাতুন নামের এক মহিলার কাছ থেকে রক্তের বিনিময়ে 10 হাজার টাকা দাবি করেন। রক্তের যোগার না করতে পারায় রিয়াজুল সেখ নামের ঐ দালাল তার কাছে দামাদামি করে 3500 টাকা আদায় করে । তারপর থেকে তাকে রক্ত দেবার নাম করে ঘোরাতে থাকে। এক স্বেচ্ছা সেবির নজরে এলেই পাকরাও করা হয় ঐ দালালের কে, এবং প্রশাসনের হাতে তুলে দেয়। পরবর্তীতে প্রশাসনকে অভিযোগ জানাবেন বলেছেন ঐ সংস্থার সদস্য।