বহরমপুর ব্লক চাষীদের হাতে তুলে দেয়া হলো বর্ষাকালীন উন্নত মানের পেঁয়াজের বীজ।

অবতক খবর, সংবাদদাতা ::  বহরমপুর ব্লক অফিসে প্রায় 140 জন চাষির হাতে তুলে দেয়া হলো বর্ষাকালীন পেঁয়াজের বীজ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার অধিকারী জানালেন খাদ্য প্রক্রিয়া উদ্যানপালন দপ্তরের উদ্যোগে মন্ত্রী সুব্রত সাহা চাষীদের হাতে ফলের চারা ও উন্নতমানের পেঁয়াজের বীজ করে দিয়েছিলেন আজকে শেষ দিনে ব্লক আধিকারিক ও সমস্ত আধিকারিকের উপস্থিতিতে চাষীদের হাতে বর্ষাকালীন উন্নত মানের পেঁয়াজ বীজ তুলে দেওয়া হল।

বহরমপুর ব্লকে 17 টি গ্রাম পঞ্চায়েতের চাষীদের দেখে এই ব্রিজ প্রদান করা হলো এবং সেইসঙ্গে তুলে দেয়া হলো একটি পুস্তিকা সেখানে কিভাবে পেঁয়াজ চাষ করতে হবে বিস্তারিতভাবে দেওয়া আছে তারা জানালেন যখন রাজ্যে পেঁয়াজের ঘাটতি দেখা যায় নাসিক থেকে বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে এই পেঁয়াজ চাষের ফলে ক্রেতারা থেকে চাষীরা সঠিক দাম পাবে এবং পেঁয়াজের ঘাটতি অনেকটাই মিটবে বলে তারা জানাচ্ছেন।