অবতক খবর,১৭ ডিসেম্বর: বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠকে বিধায়ক গৌরীশংকর জানালেন দীর্ঘদিন ধরে নসিপুর রেল ব্রিজের কাজ বন্ধ হয়ে আছে 2013 সাল থেকে এখনো পর্যন্ত কোনো ঠিকমতো কাজ হলোনা যিনি বিধায়ক ছিলেন এবং এখন যিনি সাংসদ তিনিও এই ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি কিন্তু তিনি জানালেন নিজে এবং বহরমপুর বিধায়ক সুব্রত মৈত্র একসঙ্গে পূর্ব রেলের জিএম এর সঙ্গে দেখা করে চিঠি দিয়েছে এবং যে জমিজট অসুবিধা এখনো পর্যন্ত রেল চালু হয়নি সেই সব পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানালেন আইনত যেটি চলছিল সেটাই চলবে,

তিনি আরো বলেন 472 মি 4j জমি সমস্যা ছিল তাদের কাছে স্বাক্ষর করার পর জিএম এর কাছে জমা দেওয়া হয়েছে কারণ তিনি মনে করেন নসিপুর রেল ব্রিজ চালু হলে উত্তরবঙ্গ যেতে অনেকটাই সময় কম লাগবে এবং এই যোগাযোগে দিল্লী পর্যন্ত অনেক কম সময়ে পৌঁছানো যাবে এটুকু তারা নিশ্চিত যে রেল ব্রিজ দ্রুতই চালু হবে এবং রেলমন্ত্রীর সঙ্গে ও এই বিষয়ে কথা হয়েছে এছাড়াও ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ কে আরো মানুষের সামনে আকর্ষণীয় করে তুলতে কথা হয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে সেই বিষয়টি তিনি জানালেন।