অবতক খবর,১৬ এপ্রিলঃ আজ বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির জেলা সভাপতি শাখারাভ সরকার। সাংবাদিকরা বলেন জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ৩০০ কোটি ছাড়িয়ে যাওয়ার ব্যাপারে শাখরভ বলেন যে, এটা একটা কৃষ্ণ সাহার বাড়িতে, এরকম কত কলির কৃষ্ণ তৃণমূলে আছে তাদের হিসাব করুন।

তিনি বলেন ছোটবেলায় ঐকিক নিয়মে অংক কষেছেন এখন নিজেরা হিসেব করে দেখুন এক জীবন কৃষ্ণ তে যদি ৩০০ হয় তাহলে ১৮ কৃষ্ণ তে কত হবে? বললেন শাখারাভ সরকার। তিনি বলেন বহরমপুরের এক ছোট নেতা। তিনি তো এম এল এর হাফ, তিনি একাই এক হাজার কোটি টাকার গেম খেলছেন ভাবছেন হয়তো বিজেপি কিছু জানে না।

শাখারাভ সরকার বলেন বিজেপির অপারেশন হয় ধীরে ধীরে, অপেক্ষায় থাকুন আমরা তৃণমূলের মতো চুটুক পুটুকু রাজনীতি করি না, বললেন শাখারাভ সরকার। শাখারাভ সরকার একটি কাগজ দেখিয়ে বলেন রাজ্যজুড়ে যে নিয়োগ দুর্নীতি চলছে তা কলকাতা থেকে মুর্শিদাবাদে পাড়ি দিয়েছে তিনি বলেন আমাদের কাছে কিছু কাগজ এসেছে এই জেলার সংসদ এবং তৎকালীন সভাপতি পৌর মন্ত্রী ববি হাকিমকে চিঠি করেছেন ৬ জনকে চাকরি দেয়ার জন্য শাখারাভ সরকার বলেন এর পিছনে আর কতজন আছে? তা আমাদের জানা দরকার।

তিনি বলেন এই নিয়ে আমরা জোরালো আন্দোলন করবো। তিনি হুমকি দিয়ে বলেন এমন আন্দোলন করবো মুর্শিদাবাদ থেকে গোটা নবান্ন কাপবে।