অবতক খবর,৮ জুন: মুর্শিদাবাদ জেলার বহরমপুর কলেজ ঘাটে সিভিল ডিফেন্সের 400 জনের একটি ট্রেনিং করানো হচ্ছে বলে জানান জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার শ্রী কমল চক্রবর্তী।

তিনি বলেন, সারা মাসে আমরা তাদের 21 দিনের একটি পারিশ্রমিক দিয়ে থাকি। এবার থেকে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এই কনসেপ্ট থাকবে না বলে তিনি জানান। এর পরিবর্তে অফ দা মিত্র মোট 400 জনকে ট্রেনিং করানো হবে।

এই ট্রেনিং গুলির মধ্যে আছে ইলেকট্রিক শক লেগে গেলে, আগুন লাগলে,সাপে কামড়ালে, ভূমিকম্প হলে এবং বন্যাদুর্গতদের কিভাবে বাঁচানো যাবে, কিভাবে উদ্ধার করা হবে,সেই ট্রেনিং এবার দেয়া হবে বলে তিনি জানান। আরও বলেন এদের জন্য সরকার একটা জীবন বীমা করে দিবে বলে তিনি বলেন।