অবতক খবর,১ জানুয়ারি: বছরের প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী জানালেন যেভাবে করো না মানুষের জীবনকে গ্রাস করেছে এবং সেইসঙ্গে ওমিক্রন যেভাবে বেড়ে চলেছে সাধারণ মানুষকে আনন্দ করতে হবে কিন্তু সতর্কতার সঙ্গে সকলেই যদি সতর্কভাবে নিয়ম মেনে চলাফেরা করেন তাহলে অনেকটাই এই ভাইরাসকে আয়ত্তের মধ্যে রাখা সম্ভব তিনি আরো জানান কেন্দ্র সরকার কে জানে হয়েছিল এবং প্রধানমন্ত্রীকে বলা হয়েছিল সামরিক বাহিনী দাঁড়া করোনা হাসপাতাল আড়াইশো আড়াইশো বেড বিশিষ্ট হাসপাতাল করার কথা কিন্তু সেইভাবে কেন্দ্র সরকার কোন গুরুত্ব দিতে চাইনা যেহেতু অধীর চৌধুরী প্রস্তাবটা দিয়েছে তিনি কৃতিত্ব নিতে চান না বলেও জানালেন।
এছাড়াও বাঘ জঙ্গল ছেড়ে যেভাবে লোকালয়ে চলে আসছে সেই বিষয়ে তিনি জানান খাবারের অভাব এছাড়াও জঙ্গল গুলো কমে যাওয়ায় গোটা বিশ্বের সঙ্গে এ রাজ্য একটা বড় সমস্যা বাঘের লোকালয়ে চলে আসা।