অবতক খবর,১০ সেপ্টেম্বর: করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই বাঙালির বারো মাসে তেরো পার্বণ শুরু হয়ে গেল গনেশ পুজো দিয়ে। আর এই গণেশ পুজোকে ১৪ পার্বণ বললেন সাংসদ অধীর চৌধুরী।
আজ গোরাবাজার জজ কোর্ট মোড়ে গণেশ পুজোর উদ্বোধন এসে তিনি বললেন, গণেশ পুজো মহারাষ্ট্রে ধুমধামের সঙ্গে হয়ে থাকে। এখন পশ্চিমবাংলাতে সমস্ত দেব দেবীর পুজো আসছে। মেতে থাকে বাঙালিরা। তাই একটা আলাদা অনুভুতি। এদিন তিনি প্রদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গণেশের মূর্তিতে ফুলের মালা দিয়ে বললেন গনপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মরিয়া।