অবতক খবর,৯ ফেব্রুয়ারি: সংস্কৃতির শহর বহরমপুরের রবীন্দ্রসদনে ফেব্রুয়ারি মাসের প্রথম দুইদিন ধরে ‘কালচারাল অ্যান্ড মাল্টি এডুকেশন লিঙ্ক ইন আ্যকশন (ক্যামেলিয়া) সংস্থার উদ্যোগে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় “ভাগীরথী সাংস্কৃতিক উৎসব-৩” সংগঠিত হোলো।

‘ক্যামেলিয়া’ সংস্থার নাটক ‘নতুন ফসল’ এবং মূকাভিনয় ‘পাখী’ ও ‘বাঁচাও বন্যপ্রাণ’ মঞ্চস্থ হয়েছে। নাটক রচনা, সুরারোপ, নির্দেশনা ও মুখ্য চরিত্রাভিনয় এবং মূকাভিনয় এর পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন সুজিত কুমার দাস। নাটক ও মূকাভিনয় দর্শকবৃন্দ দ্বারা প্রশংসিত হয়েছে। কোলকাতা থেকে আগত ‘ডলস থিয়েটার’ প্রযোজিত সুদীপ গুপ্ত পরিকল্পিত ও পরিচালিত ‘টেমিং অফ দ্য ওয়াইল্ড’ পুতুল নাটক দেখে সবাই খুব খুশী হয়েছেন।