বহরমপুরের পৌরসভা তৃণমূল নেতারা চালায়- অধীর চৌধুরী

অবতক খবর,২৯ অক্টোবর: আজ কুড়ি নম্বর ওয়ার্ডে যেসব পরিবারগুলি তাদের বাড়ি ভাঙ্গা হয়েছিল তাদের সঙ্গে দেখা করে ক্ষতিপূরণের কথা দেওয়ার কথা বললেন নাড়ুগোপাল মুখার্জী এই প্রসঙ্গে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জানান যাদের ক্ষতিপূরণ দেয়া হয়েছে খুব ভালো কথা এই আন্দোলনের জয় হয়েছে তবে তিনি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে জানতে চান আপনি উচ্ছেদ আন্দোলন করেই আজকে বড় হয়েছেন কিন্তু বহরমপুর পৌরসভা বিভিন্ন কাজে যুক্ত থাকে তৃণমূলের নেতারা ফলে আপনি উন্নয়ন করুন কিন্তু তার আগে যাদের উচ্ছেদ করছেন তাদের পুনর বাসন এর ব্যবস্থা করুন উন্নয়ন সকলেই চায় তবে ভোর চারটের সময় বস্তিতে এসে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া এটা কোন মৌলিক অধিকারের মধ্যে পড়ে তিনি জানতে চান মুখ্যমন্ত্রীর কাছে।