অবতক খবর,১৮ জানুয়ারি,বসিরহাট: দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকল রাজ্যের স্কুল কলেজ। 2 বছর পর যখন রাজ্যে সরকার স্কুল-কলেজ খুলবার প্রক্রিয়া শুরু করেন ঠিক সেই সময়ই করোনার তৃতীয় ঢেউয়ে জর্জরিত হয়ে পড়ে আবারো বিশ্ব।
তৃতীয় ঢেউ যাতে করে মারাত্মক আকার ধারণ না করে সেই করণে সাথে সাথে রাজ্য সরকার আংশিক লোকডাউন এর সিদ্ধান্ত নেয়।
সাথেসাথে বন্ধ হয়ে যায় সমস্যা শিক্ষা প্রতিষ্ঠান।
রাজ্যের সব কিছু আংশিক খোলা থাকলো কিন্তূ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ তাতে করে নেটিজেন দের রোষের মুখে পড়তে হয় সরকারকে।

সেই কারণে ছাত্র-ছাত্রীদের স্কুলে পুনরায় ফিরিয়ে আনতে তৎপর হয় রাজ্য সরকার।
15 থেকে 18 বছরের ছাত্র ছাত্রীদের ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সুরু করলো রাজ্যে সরকার।

এদিন বসিরহাটের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শুরু হয় ভ্যাক্সিনেশন ক্যাম্প।
এই ভ্যাক্সিনেশন ক্যাম্প পরিদর্শন করেন রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের স্টাডিং কমিটির চেয়ারম্যান ও বসিরহাট উত্তর বিধানসভা বিধায়ক রফিকুল ইসলাম।