নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২জানুয়ারি :: উত্তর ২৪পরগনা ::   বসিরহাটে কয়েকশো ভবঘুরে অনাথ ও দুস্থদের শীতবস্ত্র ও মশারি দেওয়া হোলো ।উদ্যোগ বসিরহাট টাউন স্কুলের । নতুন বছরের শুরুতে ছাত্র-শিক্ষক মেলবন্ধনে এই সমাজ সেবার কাজ এলাকার মানুষের বাহবা কুড়িয়েছে ।

এই প্রয়াস আরো একবার প্রমাণ করলো সমাজ তৈরির কারিগর ও শিক্ষার্থীরা একসাথে চললে দেশের বিভিন্ন প্রান্তেই শিক্ষা ও চেতনার বিকাশ হওয়া সম্ভব, জানালেন এলাকার বয়স্ক এক নাগরিক । বসিরহাট টাউন স্কুলের প্রধান শিক্ষক যোগেন্দ্র নাথ ঘোষ, সহকারী শিক্ষক দেবদাস সরকার, সমাজসেবী বিভুরঞ্জন চট্টোপাধ্যায় স্কুলের বেশ কিছু ছাত্র ছাত্রী দের নিয়ে এই সমাজ সেবার আয়োজন করেন।

স্কুলের মধ্যে কমিউনিটি হলে মঞ্চ বেঁধে এই অনুষ্ঠানের অয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত অসহায় দরিদ্র, দুস্থ- ভবঘুরেদের ওই মঞ্চে তোলা হয় । তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন শীত বস্ত্র ও মশারি । সাথে দেওয়া হয় ফুল ও মিষ্টি। নববর্ষের আনন্দঘন সন্ধিক্ষণে এই সহায়তা ও ভালোবাসার আনন্দে তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে । সহায়তামূলক এই  উদ্যোগকে স্বাগত জানালো বসিরহাটের বিশিষ্টজনেরা ।