অবতক খবর,২৭ জুন,সনৎ বর্মন,কোচবিহারঃ রবিবার রাতে তুফানগঞ্জ বিধানসভার বলরামপুর অঞ্চলে একটি বাড়ির বারান্দা থেকে উদ্ধার হলো একটি দুষ্প্রাপ্য রক্ত প্রবাল কুকুরি বা রেড কোরাল কুকুরি সাপ। এদিন প্রথমে পরিবারের সদস্যরা লাল রঙ্গের সাপটিকে দেখতে পেয়ে ততক্ষনে খবর দেন সর্প প্রেমী তপন কুমার দেবকে।

এরপর তপনবাবু দ্রুত সেখানে পৌঁছে ছাত্রীকে উদ্ধার করেন বলে জানা গিয়েছে। উদ্ধারের পর সর্প প্রেমী তপনবাবু বলেন, সাধারণত লাল বা কমলা রঙ্গের হয়ে থাকে এই সাপ। সম্পূর্ণ নির্বিষ এই সাপটি খুবই শান্ত স্বভাবের হয়ে থাকে। এই সাপটি মূলত ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যে এবং পার্শ্ববর্তী নেপাল ও বাংলাদেশে দেখা গিয়েছে।

তবে পরিবেশে অন্যান্য সাপেদের মতো এটি সচরাচর মানুষের নজরে আসে না। তবে তপনবাবু জানিয়েছেন বলরামপুর সংলগ্ন এলাকায় প্রায়ই সাপটিকে দেখেছেন স্থানীয় মানুষজন।