অবতক খবর :: মুর্শিদাবাদ ::     মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের অন্তর্গত মহাদেব নগর এর কাগজ পোড়াই এলাকার রাস্তার উপরে জমে আছে নোংরা আবর্জনা যুক্ত জল। এই নোংরা জল পেরিয়ে প্রতিদিন মানুষকে অন্য জায়গায় কাজে যেতে হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য দীর্ঘ বহুদিন ধরে এই রাস্তার উপরে আবর্জনা নোংরা যুক্ত জল জমে থাকে। এর ফলে এলাকাবাসীদের পায়ে এবং শরীরে রোগ দেখা দিচ্ছে।

 

দীর্ঘদিন ধরে জল জমা মশার উপদ্রব বেড়েছে এলাকায় মানুষদের ছড়াচ্ছে নানান রোগ। করোনা সংক্রমণ ও ডেঙ্গু রোগে প্রশাসন প্রচার চালালেও এই এলাকায় দীর্ঘদিন ধরে জলমগ্ন হয়ে আছে।

এলাকাবাসীরা জানান দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানানো হলেও জল নিকাশের জন্য কোন ড্রেনের ব্যবস্থা করা হয়নি তার ফলেই আবর্জনা যুক্ত নোংরা জল জমে রাস্তায়। এইরকম জল জমে থাকলে এলাকায় ভয়াবহ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ ছড়িয়ে পড়বে জানাচ্ছেন এলাকা বাসিন্দারা।