অবতক খবর,২ আগস্ট,পূর্ব বর্ধমান: “ভোলে বাবা পার কারেগা” বর্ধমান শহরে আলমগঞ্জে অবস্থিত বর্ধমানেশ্বর বাবার মন্দির,যাকে মোটা শিব নামে সকল ভক্তদের কাছে অনুপ্রাণিত অন্যতম এক নাম।
শ্রাবণ মাসে বাবা বর্ধমানেশ্বর মন্দিরে পূর্ব বর্ধমান ছাড়া ভিন জেলা থেকে মনকামনা পূরণ করতে বাবার মাথায় জল ঢালেন,এছাড়া বাবা বর্ধমানেশ্বর মন্দির সংলগ্ন বহু মানুষের সমাগম হয়ে থাকে। তাছাড়া শ্রাবণ মাস জুড়ে মেলার আয়োজন করা হয়।
কিন্তু মহামারী করোনার প্রকোপে বিগত দুই বছর ধরে মন্দির চত্বরে ভাটা পড়েছে।
চলতি মাসে ইং-১১ই আগস্ট,২৫ শে শ্রাবণ মহা সমারোহে পালিত হয় বাবা বর্ধমানেশ্বরের পুজো। তবে মন্দির কর্তৃপক্ষ শিবদাস মণ্ডল জানান,করোনা পরিস্থিতির কারণে এবং সরকারের নিয়মাবলী মেনে প্রত্যেক ভক্তদের পুজোর আয়োজন করা হয়েছে। এছাড়া দূর দুরন্ত থেকে যেসব ভক্তরা বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের সকলকে বারণ করা হয়েছে, অর্থাৎ সেদিন বাবার পুজো ছাড়া মন্দির বন্ধ থাকবে।