অবতক খবর,১৭ অক্টোবরঃ দিকে দিকে যখন তৃণমূলের বিজয়া সম্মিলনি চলছে ঠিক সেই সময় বিজেপির বিজয়া সম্মিলনি চলাকালীন তাদের তাদের উপর হামলার অভিযোগ উঠল রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় বরানগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির বিজয়া সম্মেলনী চলার সময় তাদের ওপর স্থানীয় কাউন্সিলার রামকৃষ্ণ পালের নেতৃত্বে গোটা চল্লিশেক তৃণমূলের দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে বরানগর থানার সামনে বেশ কিছু সময় ধরে বিটি রোডের ওপর বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। বিক্ষোভে সামিল হন বিজেপির জেলা সভাপতিসহ জেলার একাধিক নেতৃত্ব। বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মী।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাউন্সিলর রামকৃষ্ণ পাল। তার দাবি, গাড়ি রাখা নিয়ে বচসা চলাকালীন দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয় এতে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়।