সম্পা ভট্টাচার্য : মালবাজার (জলপাইগুড়ি) :-  এ সযেন লটারি প্রাপ্তি।আবেদন না করা সত্বেও ব্যাঙ্ক একাউন্টে ঢুকেছে টাকা।কারও ১৫ হাজার,কারও বা ২০ হাজার।কিন্তু এই ঘটনা ঘিরে আনন্দের চাইতে উত্তেজনা দেখা দিল।

 

মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের পম্পা সিনেমা হলের সামনে বন্ধন ব্যাঙ্কের একাই শাখায়।ব্যাঙ্ক গ্রাহকদের অভিযোগ, তারা যখন ক্ষুদ্র ব্যাবসার জন্য ব্যাঙ্ক থেকে ঋন নিয়েছিলেন,তখন কর্ত্রিপক্ষের কাছে অনেক আবেদন নিবেদন করেই তারা টাকা পেয়েছিলেন।

আগে ঠিকমত ঋনের টাকা পরিষোধ করলেও লকডাউনের জন্য তারা কিছুদিন যাবৎ ঠিকমত টাকা দিতে পারছিলেন না।

কিন্তু নতুন বছর শুরুতেই তারা লক্ষ করেন অনেকের একাউন্টেই টাকা ঢুকিয়ে একাউন্টের মূল টাকা থেকেও টাকা কেটে নেওয়া হয়েছে।বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয়। গ্রাহকরা ব্যাঙ্কের গেটে তালাও লাগিয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাল থানার পুলিশ।গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।যদিও ঘটনার বিষয়ে নুখ খুলতে চাননি ম্যানেজার কার্তিক বর্মন।