মানুষটি মানেই একটি আন্দোলন। আন্দোলন মানেই প্রকৃতি ও মানুষ। মানুষটি তাপপ্রবাহ রুখতে চেয়েছিল, রুখতে চেয়েছিল প্রাকৃতিক বিপর্যয়। বনস্পতির পাহারায় আগলে রাখতে চেয়েছিল পৃথিবী। মানুষকে বাঁচাতে চেয়েছিল আর পৃথিবীকে সাজাতে চেয়েছিল প্রাকৃতিক সম্পদ ও সুনিসর্গমালায়

বনস্পতি অথবা জড়িয়ে ধরো
তমাল সাহা

গাছগুলি ছিল বনস্পতির পাহারায়।
বনস্পতি বলতে আসলে কি বোঝায়
মহীরুহ-ই বা কি আর
বোধিবৃক্ষ সেতো প্রজ্ঞাবান
তা বুঝিনি কখনো এতদিন!

বনস্পতি মহীরুহ বা বোধিবৃক্ষ
সজীব সবুজ চেতনার মানুষ,
তা বুঝি এখন
যখন প্রকৃতির চোখের জল অদম্য উচ্ছ্বাসে ভেসে যায় অন্তরালে।

প্রকৃতির ক্রন্দন শুনিনি কোনোদিন
আরণ্যক স্পর্শে অবগাহন করিনি কখনো।
বৃক্ষসমূহ পিতৃহীন—
এখন তাদের অশৌচ-বাস
তারা হাতড়ে বেড়ায় কাকে
খুঁজে ফেরে কার শ্বাসপ্রশ্বাস?

অরণ্য বলে কি হবে আমাদের
প্রকৃতি বলে কি হবে আমাদের
প্রতিপালক চলে গিয়েছে পরবাস!

তোমরাই বলো কাকে বলবো,
হে পিতা, হাত ধরো!
চিপকো, আগলে রাখো,জড়িয়ে ধরো