বনমহোৎসব উপলক্ষে দেড় হাজার চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো মোথাবাড়ি বিধানসভার পঞ্চনন্দপুরে

অবতক খবর,১৭ জুলাই,মালদা:- বনমহোৎসব উপলক্ষে দেড় হাজার চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হলো মোথাবাড়ি বিধানসভার পঞ্চনন্দপুরের ঘিষনা বাজার ও উত্তর লক্ষীপুর স্ট্যান্ডে। দুটি জায়গায় প্রায় দেড় হাজার মেহবুনে চারা গাছ বিতরণ করা হয় এবং তার পাশাপাশি বৃক্ষরোপণ করা হয়।

রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের হাতে চারা গাছ বিতরণ করেন এবং বৃক্ষ রোপন করে প্রত্যেককে গাছ লাগান প্রাণ বাঁচানোর বার্তা দেন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একমাত্র বৃক্ষ রোপনে প্রধান উপায় বলে জানান তিনি। তাই প্রত্যেক বাড়িতে নিজের ছোট শিশুর নামে একটি করে প্রত্যেকে গাছ লাগানো উচিত। তবেই পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।