অবতক খবর,২৮ ফেব্রুয়ারি: ভোটের নামে প্রহসন হয়েছে বনগাঁয়, অভিযোগ কংগ্রেসের। ৮ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দেবজানি চাটার্জীকে নিগ্রহ এবং বনগাঁ পৌরভোটে সন্ত্রাসের প্রতিবাদে বনগাঁ শহর জুড়ে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করে বাটার মোড়ে প্রতীকী রাস্তা অবরোধ করে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ গতকাল সকাল থেকেই ভোটের নামে প্রহসন হয়েছে বনগাঁয়। দু-একটি ওয়ার্ড বাদ দিয়ে বেশীর ভাগ ওয়ার্ডেই বুথ জাম, ছাপ্পা ও রিগিং হয়েছে, পুলিশ নির্লজ্জের মতো দাঁড়িয়ে থেকেছে।

এ বিষয়ে শহর কংগ্রেস সভাপতি সুনীল রায় বলেন “বনগাঁ পৌরসভার ভোটকে কেন্দ্র করে নির্দিষ্ট কয়েকটি ওয়ার্ড প্রশাসনের মদতে প্রহসন চলেছে বনগায়। এরই প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি।” আমরা পুনঃনির্বাচনের দাবি তুলছি ।

কংগ্রেসের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বনগাঁ পৌরসভার বিদায়ী পৌর প্রশাসক গোপাল শেঠ বলেন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে বনগাঁ পৌর এলাকায় । নির্বাচন কমিশনের কাছে প্রমাণ আছে । যারা আন্দোলন করছে তাদের জনসমর্থন নেই ।