অবতক খবর,২৫ ডিসেম্বরঃ বড়দিন মানেই শীতে উষ্ণতা ছোঁয়া, তারই সাথে ছোট থেকে বড় সকলের একসঙ্গে খুশিতে মেতে ওঠার পালা, চারিদিকে আলোর রোশনায়, কেকের গন্ধ, লাল সাদা টুপি আর বেলুনের মেলা। পিকনিক পার্টি হই হুল্লোর আনন্দ আর মজা। বছরে শেষ উৎসবে নিজেদের নতুন করে সাজিয়ে তোলা নতুন বছরের প্রস্তুতির জন্য, সঙ্গে সাজিয়ে তোলা শহরকেও, কলকাতার পার্ক স্ট্রিট থেকে শুরু করে গোটা বিশ্ব সেজে উঠেছে নতুন সাজে কারণ আজ বড়দিন প্রভু যীশুর জন্মদিন।আর তার সাথে সাথে বীরভূমের বক্রেশ্বর ধাম সেরা তীর্থ ধামের মধ্যে অন্যতম , তীর্থযাত্রীদের কাছে খুব প্রিয় এই বক্রেশ্বর ধাম , আর ইতি মধ্যে তীর্থযাত্রীরা আসছেন বক্রেশ্বর ধামে ভৈরবের মন্দির ও সতীপিঠে পুজো দিচ্ছেন তারা , বড়দিনে বক্রেশ্বর ধামে মানুষের ঢল চোখে পড়ার মতো।