অবতক খবর,২৫ ডিসেম্বরঃ জাঁকিয়ে শীত না পড়লেও বড়দিনের দিনে আবার রবিবার পড়ায় হাওড়া জেলার পর্যটন কেন্দ্রগুলিতে মানুষের ঢল নামতে শুরু করেছে। রবিবার সকাল থেকেই বোটালিক্যাল গার্ডেনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। রংবেরঙের শীত পোশাক পরে বাচ্চারা চুটিয়ে আনন্দ উপভোগ করেছে। এদিন বিগার্ডেনে প্রচুর মানুষ বড়দিন পরিবারের সঙ্গে মেতে ওঠেন। ফলে জমজমাট হাওড়ার এই বিখ্যাত পর্যটন কেন্দ্র। আর শান্তিপূর্ণভাবে বড়দিনের দিনে রবিবার চুটিয়ে আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ নিজেদের আত্মীয় পরিজনদের সঙ্গে।

এদিন বেলা গড়াতেই বোটানিক্যাল গার্ডেনে হাজার হাজার মানুষ ভিড় করেন। মিঠে রোদ পিঠে নিয়ে তাঁরা ঘুরে বেড়ান। বেলা এগারোটা বাজতেই মানুষ ভিড় করেছেন। কেউ বা আবার শুকনো খাবার নিয়ে এসে গার্ডেনে বসে খেয়ে ছুটি উপভোগ করছেন। সেখানে পিকনিক করার ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় লোকজন জানাচ্ছেন, প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই এখানে পিকনিকের ভিড় শুরু হয়ে যায়। কিন্তু, এবার শীত তেমনভাবে না পড়ায় ডিসেম্বরের বড়দিনের দিনে বহু মানুষ ভিড় করছেন। আর রবিবার হওয়ার কারণে উদ্দীপনা আরও বেশি। এই ভিড় আরও বেশি বাড়বে বলেই স্থানীয় ব্যবসায়ীদের আশা। তাঁরা জানান বছরের এই ক’টি দিনের দিকে আমরা তাকিয়ে থাকি। কারণ, পিকনিকের কারণে এখানে প্রচুর মানুষ আসেন। কেনাকাটা ভালোই হয়। তাই মানুষ যত বেশি সংখ্যায় আসবেন, ততই আমাদের লাভ।