অবতক খবর,২ মার্চ: সবুজ ঝড়। সকালে ইভিএমে ভোটগণনা শুরুর পর থেকেই পুরভোটে তৃণমূলের  দাপট ক্রমশ বোঝা যাচ্ছিল, বেলা গড়াতে গড়াতে দেখা গেল শাসকদলের একাধিপত্য। ১০৮-র মধ্যে ১০২টি-ই দখল করল ঘাসফুল শিবির। আগেই দিনহাটা বিরোধীশূন্য হওয়ায় গিয়েছিল তৃণমূলের দখলে। এদিন যে ১০৭ টি পুরসভার গণনা হয়েছে সেখানে ১০১টি-ই তৃণমূলের দখলে। যার মধ্যে ৩১টি পুরসভা বিরোধীশূন্য।

কোন কোন পুরসভা বিরোধীশূন্য:-

উত্তর দিনাজপুর ডালখোলা পুরসভার ভোটে শূন্য পেল বিজেপি। তৃনমূল কংগ্রেস দখল করল ইসলামপুর, ডালখোলা ও কালিয়াগঞ্জ পুরসভা

হলদিবাড়িতে ১১টির সবকটি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল কংগ্রেস

উত্তর ২৪ পরগনার অশোকনগর পুরসভায় ১০টি আসনের সবকটিতেই এগিয়ে তৃণমূল কংগ্রেস

কাঁচরাপাড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে সবকটিই তৃণমূল কংগ্রেসের দখলে।

ভাটপাড়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৫টিতে ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস।

হালিশহর ২৩টি ওয়ার্ডের মধ্যে ২৩ টি ওয়ার্ড তৃণমূলের দখলে।

নৈহাটি ৩১ টি ওয়ার্ডের মধ্যে ৩১টি ওয়ার্ড তৃণমূলের দখলে।ব্যারাকপুর ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৪টি ওয়ার্ড তৃণমূলের দখলে।

বিরোধী শূন্য তারকেশ্বর। এই পুরসভার ১৫টি ওয়ার্ডের সবকটিতে জিতেছে তৃণমূল।

হরিণঘাটা পৌরসভা : তৃণমূল -১৭, বিরোধী- ০

গয়েশপুর পৌরসভা: তৃণমূল – ১৮, বিরোধী- ০

কল্যাণী পৌরসভা: তৃণমূল -১৯, বিরোধী- ০

চাকদহ পৌরসভা: তৃণমূল -২১, বিরোধী – ০

রানাঘাট পৌরসভা: তৃণমূল – ১৯, বিজেপি -১

নবদ্বীপ পৌরসভা: তৃণমূল -২৪, বিরোধী-০