লালন রে পড়শি বসত করে বারুদ ঘরে
মন রে তুমি জানো না জীবন হইল বারুদখানা

বঙ্গভূমি
তমাল সাহা

বোমা বারুদ অস্ত্রে ভরা আমাদেরই ভারতপাড়া,
তাহার মাঝে আছে বঙ্গ সকল রাজ্যের সেরা।
ওসে লাশ দিয়ে তৈরি সে দেশ মৃত্যু দিয়ে ঘেরা।
এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল রাজ্যের রাণী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি,সে যে আমার বঙ্গভূমি।

কাটমানি স্ক‍্যাম তোলা বখরা কোথায় এমন উজান ধারা,
কোথায় এমন তুরন্ত গতি আকাশ ঢাকে মেঘে।
ও তার অন্ধকারে ঘুমিয়ে পড়ি, অন্ধকারে জেগে।
নেতার ডাকে উঠে পড়ি,নেতায় নত আমি।
এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল রাজ্যের রাণী সে যে আমার বঙ্গভূমি।

এত ভরাট পুকুর তাহার, কোথায় এমন বিক্রি পাহাড়,
কোথায় এমন আবাস চূড়া আকাশ তলে মেশে
এমন চাষীর উপর রোলার চলে, দুর্বৃত্ত তাহার দেশে।
এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল রাজ্যের রাণী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি,সে যে আমার বঙ্গভূমি।

দলে দলে ভরা নেতা,চোখে চোখে দেখি নেতা
ভাষণ মারতে আসে তারা, পুঞ্জে পুঞ্জে ধেয়ে
প্রতিশ্রুতির ওপর ঘুমিয়ে পড়ে কামাই মধু খেয়ে
এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল রাজ্যের রাণী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার বঙ্গভূমি।

পুলিশ পয়সার এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই ভূমেতে জন্ম যেন এই ভূমেতে মরি
এমন রাজ্য কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল রাজ্যের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি সে যে আমার বঙ্গভূমি।

কৃতজ্ঞতাঃ কবি দ্বিজেন্দ্রলাল রায়