অবতক খবর,বীরভূম,সুমিত,৪ এপ্রিল: রামপুরহাটে উপপ্রধান ভাদু শেখ খুনের মামলায় তদন্ত করছে রাজ্য পুলিশ। সিবিআই ওই কেসে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত করছে। তাদের তদন্তকাজে কি কোনও অসুবিধা হচ্ছে? সোমবার সিবিআইকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
আগামী ৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সেই দিনই সিবিআই জানাবে তার মতামত, এমনটাই হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে।

ভাদু শেখের খুনের তদন্ত করবে কে? দিকনির্দেশ চেয়ে গত সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। এর পরিপ্রেক্ষিতে আবেদনপত্র দাখিল করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে গণহত্যার তদন্তভার সিবিআই-এর হাতে গেলেও ভাদু শেখের খুনের তদন্ত এখনও করছে রাজ্য পুলিস। মামলাকারীর বক্তব্য, ভাদু শেখের খুনের তদন্তভার সিবিআই না নিলে সম্পূর্ণ তদন্ত হবে না। তাই সুস্পষ্ট নির্দেশিকা চেয়ে আদালতের দ্বারস্থ আইনজীবীরা।
মামলা দায়েরের অনুমতি দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।