বইমেলা সিরিজ– ২০২৩ / তমাল সাহা

বইমেলা সিরিজ– ২০২৩
তমাল সাহা

এক)
কী ভিড়! কী ভিড়!
সকলেই বইমেলায় যায়।
বই পড়ে যারা শিক্ষাঙ্গনে যাবে ভেবেছিল
তারা বসে আছে রাস্তায়।

তাদের কেউ দেখতে গেল না হায়!

দুই)
ফেসবুকে লিখছে সবাই
৪৬তম বইমেলায় যাচ্ছি, রবিবার।
দেখা হবে, একটিবার এসো।
কেউ বলছে না, চলো লাইব্রেরি যাই
সেমিনার কক্ষে বই নিয়ে বৈঠক করি
সেদিন পড়ুক তোমার পায়ের স্পর্শ!

তিন)
লাইব্রেরিতে যাই না ছোট্ট পরিসর তাই ।
বুক ফেয়ার সে তো বিশাল চত্বর!
প্রেমিকাকে নিয়ে স্বছন্দে ভ্রমণ করি
হাতের স্পর্শ পাই।

চার)
বইমেলা! আমার বইয়েই গেল!
আমার খিদে আছে।
বইও নেড়েচেড়ে দেখেছি। সেখানে ভাত খুঁজে পাইনি। পরে বুঝেছি আমি জৈব বস্তু বই জড় বস্তু।

ইট কাঠ পাথরের মতো বইও পেটের খিদে মেটাতে পারে না।

পাঁচ)
বেদ পুরাণ উপনিষদ– সেসব অনেক কথা। সে যুগে বইমেলা ছিল না।
এগুলোর কথা লোক সাধারণ জানলো কী করে?
রামায়ণ মহাভারতের যুগে বইমেলা ছিল না।
এগুলো মহাকাব্য হলো কি করে?

এগুলোর প্রচারে বইমেলার কোনো ভূমিকা নেই।
মানুষ নিজের গরজেই সংগ্রহ করে।