বইমেলাঃ বই-ই তো জীবন
তমাল সাহা

১) পরিপূরক

ব্রেখট বলেন,
বই তুলে নাও হাতে
সেটাই তখন হাতিয়ার।
বই পড়ার পর
অস্ত্রের আরো বেড়ে যাবে ধার।
বই আর অস্ত্র, অস্ত্র আর বই
পরস্পরের পরিপূরক।
দুটোকেই ভয় পায় রাষ্ট্রীয় ঘাতক।

২) বইয়ের দোকান

কলেজ স্ট্রিটে বইয়ের দোকান–
ঋদ্ধিমান আর রহমান
বিক্রি করেন গীতা-কোরান।
বইয়ের আবার ধর্ম কি?
সব খরিদ্দার সমান সমান।

পয়সার আবার ধর্ম কি
পেটের আবার ধর্ম কি
ভাতের আবার ধর্ম কি–
সবার খিদে সমান সমান।

ঋদ্ধিমান আর রহমান
শিরনি ফিরনি দুটোই খান
বিক্রি করেন গীতা-কোরান–
বৌ-বাচ্চা নিয়ে সংসার চালান।