অবতক খবর,২৪ জুলাইঃ গ্রামগঞ্জে অনেক ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প রয়েছে যার উপর নির্ভর করে রয়েছে সেই সব পরিবার গুলি।তেমনি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের অধিন পলিহার গ্রামের কর্মকার পাড়া র‍য়েছে।সেই পাড়ায় কয়েকটি পরিবার নারকেলের ঝাটা বানিয়ে চলেছে বংশ পরম্পরায়।তারা জেলার জেলা সদর রায়গঞ্জ থেকে নারকেলের ঝাটার কাঠি গুলি কিনে নিয়ে এসেন।

বিশেষ করে বাড়ির মহিলারা এই কাজের সাথে যুক্ত।সংসারের কাজ সেরে প্রতিদিন কম বেশি ৫০- ৬০ টি নারকেলের ঝাটা বানান।সেই ঝাটা গুলি দুর্গাপুর, কুনোর সহ বিভিন্ন হাটে গিয়ে বিক্রি করেন ৫০-৬০ টাকা দরে।কমবেশি ভালোই লাভ হয়।যদি সরকারি সহযোগিতা পায় তালে তারা একটি বেশি পরিমানে নারকেলের ঝাটা বানাতে পারবে বলে জানান শিল্পীরা।