অবতক খবর,দক্ষিণ দিনাজপুর,২০ আগস্ট:বংশীহারী থানা এলাকায় পর পর একাধিক চুরির ঘটনার কিনারা করল পুলিশ। ইতিমধ্যেই চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের পাশাপাশি ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ৩ চোর। জানা যায়,গ্রেপ্তার হওয়া চোরদের মধ্যে ২ চোর নাবালক।
ধৃতরা হল-দিপলাল বাস্কে(১৩), বিজয় মুর্মু(১৪), লালমোহন মুর্মু (১৯)।

গোপন সূত্রের খবরে গভীর রাতে বংশীহারী থানার সমজপুর ও কুসকারি থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।চুরির ঘটনার কিনারা হওয়ায় খুশি এলাকার মানুষজন। শুক্রবার ধৃতদের পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয়। তাদের মধ্যে একজনকে পুলিশের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়েছে। প্রশাসনের সদর্থক ভূমিকা গ্রহণকে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন। পুলিশের প্রাথমিক অনুমান, নেশার পয়সা জোগাড় করার জন্যই চুরির পথ বেছে নিয়েছিল ধৃতরা।