এবার ধর্নায়– ‘না’।
এইভাবে ফ্যাসিবাদ
করাল দন্ত বিকশিত করে হাসে।
এখনো বোঝো না কিছুই
চাঁদ জোৎস্না বৃষ্টি দেখো আকাশে!

ফ্যাসিবাদ / তমাল সাহা

প্রেমিকার বুকে নদী ছিল,
ঢেউ তোলা নদী
আহা! আমি প্রেমিক হতাম যদি।
এখন শুধু লেখো বৃষ্টির পদ্য
বাদল অধিবেশন সংসদে হবে
সেখানে চলবে না আর ধর্নার গদ্য।

কেন চলবে না– ধর্না?
সচিব মশাই বলে দিয়েছেন,
আমাদের তো কিছু করার নেই।
ধর্না শব্দটিতেই লুকিয়ে আছে– ‘না’!

এই বর্ষামঙ্গলেই যত পারো সেরে নাও
বৃষ্টিভেজা চুম্বন
আর থাকবে না প্রিয়তমার মুখের আকর্ষণ।
প্রেমিক প্রেমিকা কি করে পার্কে দেবে ধর্না?
ফ্যাসিবাদী খড়্গ উঁচিয়ে মাথায়
তখন কে কাকে ছেড়ে পালায়!
ইতিহাসে লেখা হতে থাকে শুধু রক্ত আর কান্না।