ফ্যাসিবাদের পদশব্দ
তমাল সাহা

হিটলার হিটলারই থাকে
অবস্থা ভেদে রূপ পাল্টায় তার
কিছুতেই কখনোই পাল্টায় না
তার আচার ব্যবহার।

হতে পারে সে নর বা নারী
পরনে তার স্যূট বা শাড়ি
হিটলার শব্দটি উভলিঙ্গ
অত্যাচারে সে সর্বত্র উলঙ্গ।

ইতিহাসে দেখেছি বারবার
ইতালিতে মুসোলিনি স্পেনে ফ্রাঙ্কো
জার্মানিতে যিনি হিটলার
তারাই ফিরে আসে বারবার
আসে বুঝি এই উত্তরপূর্বদেশে
রূপ তার ধর্মবর্ণ দ্বেষী ডিক্টেটর।