অবতক খবর,২৯ অক্টোবর: ট্রেন যাত্রীদের কাছে সুখবর রাজ‍্যসরকারের ঘোষনা অনুযায়ী ফের লোকাল ট্রেন চালানো সিদ্ধান্ত ।৫০শতাংশ যাত্রী নিয়েই লোকাল ট্রেন চলবে বলে রেল সুত্রের খবর । আগামী ৩১অক্টোবর রবিবার থেকে এই লোকাল ট্রেন চালানো হবে।বর্ধমান জংশন স্টেশনে থাকা যাত্রিদের বক্তব্যে লোকাল ট্রেন চালু হচ্ছে খুব ভালো কথা যেভাবে করোনা আক্রান্তের সংখ‍্যা বেরেছে আরও কিছুদিন পর ট্রেন চালু করলে খুব ভালো হয়।আবার কিছু যাত্রী বলছে সম্পূর্ণভাবে যাত্রী নিয়ে চলতে পারলে কিছুটা ভালো হতো তবে ৫০শতাংশ যাত্রী নিয়ে চলছে তবুও কিছুটা সমস‍্যার সমাধান হবে ।

দুরদুরান্ত থেকে মানুষ কাজে আসছে তাদেরকে বাসে করে আসতে হচ্ছে তবে সরকার যে পদক্ষেপ নিচ্ছে সাধাবাদ জানাই ।দুগাউৎসব চলে যাবার পরেই গোটা রাজ‍্যের সাথে পূর্ব বর্ধমান জেলাতেও পাল্লা দিয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ‍্যা।ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নিচ্ছেন ।পথচলতি মানুষদের মাক্স পরতে অনুরোধ করছেন তারা।