অবতক খবর, বীরভূমঃ বিশ্বভারতীতে শ্রীনিকেতনে মেলা উদ্বোধন এসে রাজ্যপাল জগদীপ ধনকার বলেন কেন্দ্র সরকারের তরফ থেকে সারা ভারতে ৪৩ কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। তার জন্য তিনি প্রচণ্ড দুঃখিত। পাশাপাশি বিধানসভায় আগামীকাল তিনি ভাষণ পেশ করবেন। রাজ্য সরকারের অধিকার আছে ভাষণ তৈরি করে দেওয়ার জন্য, তেমনি তার ও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মতন বক্তব্য পেশ করার।

তিনি কি বক্তব্য রাখবেন তা সাংবাদিকদের আজ না জানালেও তিনি যে নিজের বিধানসভায় পেশ করতে চলেছেন সেই বিষয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।তার সাথেই বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েন ও সাম্প্রতিক যে ঘটনা সে সম্পর্কে বলেন মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারো শত্রু হয়ে ওঠেনা। বিরোধিতা করা আলাদা কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়। পাশাপাশি বিশ্বভারতীর নিরাপত্তার জন্য কার্যত সিআইএসএফ প্রয়োজন বলেই জানান তিনি।