অবতক খবর, হুগলীঃ আমি তালি বাজিয়েছি, রাজ্য সরকার সারা দিয়েছেন, লাভবান হবেন রাজ্যের মানুষ। একশো চব্বিশ বছরের প্রাচীন মেলা উদ্বোধন করতে এসে বললেন রাজ্যপাল জগদীপ ধনকর।

হুগলীর ক্ষেত্র মোহন সার মেলা বহু যুগ ধরেই শ্রীরামপুর শহরের ঐতিহ্য। কৃষিজ পন্য থেকে মাটির পুতুল দিয়ে রামায়ন মহাভারত ছোটদের মনোরঞ্জনের যাবতীর উপকরন দিয়ে তৈরী মেলা বহুযুগ ধরেই ছোট থেকে বড়, শ্রীরামপুর বাসীর কাছে প্রনের মিলন ক্ষেত্র ছিল। কিন্তু সময়ের সাথে সাথে কৌলিন্য হারাচ্ছিল ক্ষেত্র সার মেলা। এবছর রাজ্যপালের আগমনে মেলায় বাড়তি প্রানশক্তি সঞ্চার হবে বলে মত উদ্যোক্তাদের।