নরেশ ভকত :: বাঁকুড়া ::     করোনা পরিস্থিতিতেও রাজ্য জুড়ে চলছে রাজনৈতিক রং বদলের খেলা। এ যেন এক নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । ফের রংবদল বাঁকুড়ার ছাতনা অঞ্চলে নিজ দলের প্রতি আস্থা হারিয়ে, বাঁকুড়া জেলার কার্যকরী ছাতনা ২ নম্বর মন্ডল সভাপতি সৌমেন্দ্র মুখার্জি -র নেতৃত্বে ২০০ টি পরিবারের অধিক কর্মী ‘ঘাস ফুল’ ছেড়ে ‘পদ্মফুল শিবির’ এ যোগ দিলেন। তারা প্রত্যেকেই তৃণমূলের দক্ষ কর্মী ছিলেন।

পদ্মফুল শিবিরে যোগ দেওয়া নবীন সদস্য দের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির ছাতনা ব্লক সভাপতি সৌমেন্দ্র মুখার্জি। এদিন উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি স্বপন মুখার্জি, মহিলা মোর্চা সভাপতি মালা মুখার্জি, ছাতনা মন্ডল প্রেসিডেন্ট বাহাদুর পাত্র প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ছাতনা ২ নম্বর মন্ডল সভাপতি সৌমেন্দ্র মুখার্জি বলেন যাঁরা তৃণমূলের পক্ষে ছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এই সংকটকালে তৃণমূল কখন ওই মানুষের পাশে থাকেনি উল্টে চলছে দুর্নীতি এবং অর্থ লোপাট। নিজদলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে পশ্চিমবঙ্গের মানুষ তাই দলে দলে বিজেপি তে যোগদান করছেন। রেশন দুর্নীতি নিয়েও তিনি প্রতিবাদে গর্জে ওঠেন।