নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::   সোনামুখীর ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর নদীর কুলডাঙ্গা বালি খাদানে হঠাৎই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হানা দিলেন বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। নদীর পাড়ে বালি মজুত রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। পাশাপাশি বালি খাদান কর্তৃপক্ষকে এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরীর জন্য উপভোক্তাদের বিনামূল্যে বালি সরবরাহের নির্দেশ দেন।

বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারী দিয়ে বলেন, ‘এটা বীরভূম নয়, এটা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বালি মাফিয়াগিরি বন্ধ করে এলাকার প্রত্যেক মানুষকে বিনা পয়সায় বালি দিতে হবে। আর তা না করলে বালি গাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।

এবিষয়ে তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি ইউসুফ মণ্ডল সাংসদ সৌমিত্র খাঁকে তিনি ‘ধাপ্পাবাজ’ আখ্যা দিয়ে বলেন, বালি ব্যবসায়ীদের সাথে উনি রফা করতে গিয়েছিলেন। হুমকি দিয়ে কিছু ‘পাওয়া যায়’ সেজন্যই উনি ওখানে গিয়েছলেন বলে তিনি দাবী করেন।