অবতক খবর,২৫ জানুয়ারি: ফের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নিরাপত্তায় বড়সড় গলদ? মঙ্গলবার দুপুর নাগাদ উমরপুর তালাই মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে জাকির হোসেনের কনভয়ে ঢুকে পাইলট গাড়িতে ধাক্কা মারলো একটি পিক-আপ গাড়ী।

অল্পের জন্য রক্ষা পেলেন জাকির হোসেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, জানা যায় প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন নিজস্ব ফ্যাক্টরি থেকে জঙ্গিপুরের দিকে আসছিল। সেই সময় একটি পিকআপভ্যান জাকির হোসেনের পাইলট গাড়িতে ধাক্কা মারে, আহত হয় ৩ নিরাপত্তাকর্মী। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহাকুমা পাঠানো হয়েছে।