ফের ডুডুয়া নদীর জলে প্লাবিত হল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ অঞ্চলে পূর্ব মল্লিক পাড়া

অবতক খবর,২৭ জুন,ধূপগুড়ি: ফের ডুডুয়া নদীর জলে প্লাবিত হল ধূপগুড়ি ব্লকের সাঁকোয়াঝোরা ২ অঞ্চলেের পূর্ব মল্লিক পাড়া। রবিবার রাতে ভুটান পাহাড় ও ডুয়ার্সে প্রবল বৃষ্টির জেরে ফুঁলেফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। যার ফলে জল ঢুকতে শুরু করেছে মূলত জোতিষের কলোনী ও তিতলি তলা মল্লিক সভা এলাকায়।

জলমগ্ন হয়ে পড়েছে প্রায় ১০০ টির বেশি পরিবার। অভিযোগ ডুডুয়া নদীর বাঁধ কয়েক বছর আগে ভেঙে যায়। যার ফলে বাঁধ বয়ে গ্রামে জল ঢুকতে শুরু করে। প্রশাসন কে এই বিষয়ে জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। আজ জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। স্থানীয়দের আরো অভিযোগ প্রশাসন তাঁদের দেখে না।

সাঁকোয়াঝোরা ২ অঞ্চলের পঞ্চায়েত সদস্য রঞ্জু নাথ রায় অবশ্য বলেন বর্তমানে নদীর জল কমছে। রাতে বৃষ্টি হলে জল বাড়লে এলাকার মানুষদের সরিয়ে নেওয়া হবে। থাকার ব্যবস্থা করা হবে পূর্ব মল্লিক পাড়া উচ্চ বিদ্যালয়ে। স্থানীয়দের কথায় জল বাড়ছে। রাতে বৃষ্টি হলে জল আরো বাড়লে ডুডুয়া নদীর জলে কার্যত ডুবে যাবে গোটা এলাকা।