নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::মুম্বাই ::২২শে জানুয়ারী ::সম্প্রতি একটি পথ দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছিলেন শাবানা আজমি। তিনি এই মুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর এই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় অনেকেই টুইট করেন। নরেন্দ্র মোদিও শাবানা আজমির দ্রুত আরোগ্যের জন্য একটি টুইট করেছিলেন। অদ্ভুতভাবে সেই টুইটটি অবিকল নকল করেছেন ঊর্বশী।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইট করে লিখেছিলেন, “একটি পথ দুর্ঘটনায় শাবানা আজমির আহত হওয়ার খবর সত্যি দুঃখজনক। আমি ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।” হুবহু এই টুইট নকল করে নিজে পোস্ট করেছেন উর্বশী রাউটেলা। আর তারপর থেকেই একের পর এক ট্রলের শিকার হতে হচ্ছে তাকে।

তবে এই টুইট সত্যিই তিনি নকল করেছেন নাকি কাকতালীয়ভাবে মিলে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। যদিও সেসবের তোয়াক্কা না করেই নেটিজেনরা উর্বশীকে একহাত নিয়েছেন। তার ভক্তরা দাবি করেছেন টুইটটি কপি পেস্ট না করে উর্বশী রিটুইট করলে এই সমালোচনার মুখে পড়তে হতো না।

তবে এই প্রথম নয় উর্বশী এর আগেও নকলের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন এর আগে তিনি মার্কিন মডেল গিগি হাদিদের একটি পোস্ট নকল করেছিলেন। সেইজন্য তখনো তাকে ট্রলের শিকার হতে হয়েছিল। আর তাই নেটিজেনরা নিশ্চিত এবারেও নরেন্দ্র মোদির টুইট হুবহু কপি-পেস্ট করেছেন উর্বশী রাউটেলা।