অবতক খবর,৪ জানুয়ারি,কোচবিহার:- ফের গ্যাসের পাইপ বসানো নিয়ে উত্তেজনা, মেখলিগঞ্জের রানীরহাটে l উল্লেখ্য, বিহারের বাড়ুনি থেকে আসামের গুহাটি পর্যন্ত, গ্যাসের সংযোগ দেওয়ার জন্য, মেখলিগঞ্জ ব্লকের রানীরহাট অঞ্চলের বেশ কিছু কৃষকের জমির উপর দিয়ে পাইপ লাইন বসানোর কাজ চলছে, আর সেখানেই কৃষকদের তিনফসোলি জমি দখল করে,কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণ না দিয়েই বলপূর্বক গ্যাসের পাইপ লাইন বসাচ্ছেন গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মকর্তারা।

সংবাদ মাধ্যমের দৌলতে,দিল্লির যন্তরমন্তরে জোরদার আন্দোলনের ফলে,এখন, তিন কৃষি আইন বাতিলের কথা প্রায় সকলের জানা l কিন্তু এবার পুলিশের সহযোগিতায় কৃষি জমি দখল করে, গ্যাসের পাইপলাইন বসানোর অভিযোগ উঠলো কোচবিহার জেলার মেখলিগঞ্জে l অভিযোগ কৃষকদের কোনোরকমের NOC ছাড়াই গ্যাসের পাইপলাইন বসাচ্ছেন গেইল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের কোম্পানির বিরুদ্ধে l আর এই বিষয়ে কোম্পানির কর্তাদের সাথে কথা বলতে গেলে,, সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে মুখ লুকিয়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করেছে কর্ম কর্তারা l