অবতক খবর,১০ মার্চ: ফের কলকাতায় দেখা গেল পুলিশের মানবিক রূপ। কলকাতা পুলিশের মানবিক সেই মানুষটি হলেন নেতাজি নগর থানার সাব-ইন্সপেক্টর সঞ্জয় চ্যাটার্জ্জী। তাঁর মানবিক চিত্র ধরা পড়ল আমাদের অবতক খবরের ক্যামেরায়।এক ছাত্রীর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল বাঘাযতীন গার্লস হাইস্কুলে।

পরীক্ষা শেষে বেরোনোর তাড়াহুড়োয় অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট পরীক্ষাকেন্দ্রেই ফেলে চলে যায় ওই ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ পরীক্ষাকেন্দ্রে ডিউটিরত নেতাজিনগর থানার সাব-ইনস্পেক্টর সঞ্জয় চ্যাটার্জীকে বিষয়টি জানান। সময় নষ্ট না করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অন্যান্য ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করতে করতে অবশেষে সেই ছাত্রীর এক সহ-পরীক্ষার্থীর থেকে ছাত্রীর ফোন নম্বর জোগাড় করেন সঞ্জয় বাবু এবং প্রাপ্ত ফোন নম্বরে যোগাযোগ করেন।

ছাত্রীর অভিভাবককে বিষয়টি জানালে সেই ছাত্রীর বাবা পরীক্ষাকেন্দ্রে আসেন এবং যথাযথ যাচাই করে তবেই তাঁর হাতে অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট তুলে দেন এসআই সঞ্জয় বাবু। ওই ছাত্রীর বাকি পরীক্ষা গুলির জন্য তাকে শুভকামনা জানান তিনি।