অবতক খবর,১১ মার্চ: আজ সকাল ১১.৩৫ নাগাদ শ্যামবাজার পাঁচমাথার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন শ্যামবাজার ট্রাফিক গার্ডের অ্যাডিশনাল ওসি সৌমিক সেনগুপ্ত। এই সময় ওয়্যারলেসে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ট্রাফিক গার্ডের সার্জেন্ট রাজীব কুমার সিং জানান, আর.জি. কর রোডের উপর খারাপ হয়ে গিয়েছে একটি গাড়ি, ভেতরে বসা দুই মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাদের এক অভিভাবক। হাতে আছে মিনিট দশেক, ১১.৪৫-এর মধ্যে পৌঁছতে হবে ডাফ স্ট্রিটের সেন্ট মার্গারেট স্কুলে, নাহলে আর পরীক্ষা দেওয়া হবে না দুই ছাত্রীর। আতঙ্কে ভয়ানক কান্নাকাটি করছে দুজনেই, সঙ্গের অভিভাবকও দিশাহারা।

ব্যাপার বুঝে ঝড়ের বেগে ঘটনাস্থলে পৌঁছে যান সৌমিক বাবু এবং নিজের গাড়িতে তুলে নেন তিনজনকেই। ঝড়ের বেগেই তাঁদের পৌঁছেও দেন পরীক্ষাকেন্দ্রে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে। দুই কৃতজ্ঞ ছাত্রী এবং তাদের অভিভূত অভিভাবককে বিদায় জানিয়ে বেরোনোর আগে কলকাতা পুলিশের তরফে তাদের ‘বেস্ট অফ লাক’ জানাতেও ভোলেননি সৌমিক বাবু।