ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ফের পারদ পতন বঙ্গে!

অবতক খবর,২৭ জানুয়ারিঃসরস্বতী পুজো মিটতেই শহরে ফিরতে চলেছে শীতের আমেজ। সপ্তাহ শেষে পারদ নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শহরে ফিরছে শীত। মাঘে উধাও শীত। কনকনে ঠান্ডা তো দূর, শীতের আমেজটুকুও নেই। বরং পাখা চালিয়ে থাকতে হচ্ছে। বৃহস্পতিবার সরস্বতী পুজোও উষ্ণতায় কেটেছে। রবি ও সোমবার থেকে আবার পারদ নামবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে পারদ কিছুটা নিম্নমুখী হবে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সোমবার পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। আবার মঙ্গল ও বুধবার সামান্য তাপমাত্রা বাড়বে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শীত ফিরবে। তাপমাত্রা অনেকটাই নেমে যাবে। আলিপুরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, পরপর পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই রাজ্যে উষ্ণতার ছোঁয়া।