বিকাশ ভবনের সামনে চলছে পার্শ্ব শিক্ষকদের চলমান লড়াই— অবস্থান,অনশন।
খোলা আকাশ, ঢুকছে হিমেল বাতাস… লড়াকুরা নয় হতাশ। তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দীর্ঘশ্বাস।

ফুটপাত রে জীবন!
তমাল সাহা

এই কি লেখা ছিল
জীবনের ধারাপাতে?
কোনোরকম পেটে ভাতে
থাকতে চাই
তাই পথে নেমে এই লড়াই।

কোনোদিন কি ভেবেছি
রাত কাটাবো শীতের রাতে
খোলা আকাশে তারা গুণে
খড় বিছিয়ে ফুটপাতে!

শাসক তো রাঙাবেই চোখ–
তার হাতে বন্দুক বুলেট বেয়নেট।
তুমিও তৈরি থাকো কমরেড!
শরীরের শীর্ষবিন্দুতে মাথা কেন থাকে?
যেন কখনো না হয় হেঁট।