অবতক খবর,৫ এপ্রিলঃ বেশ কিছু জায়গায় ফুটপাতে পা ফেলারই পরিসর নেই। দখলে চলে গিয়েছে গাড়ি যাতায়াতের পথের খানিকটা অংশও। খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা এমনই অভিযোগ করেছিলেন ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বারাসাতে হেলাবটতলা মোট সংলগ্ন ফুটপাতের রাস্তা দখল করে বসে আছেন হকাররা। বেশ কিছুদিন আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের দখলদারি নিয়ে পুজোর মুখে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

তিনি মন্তব্য করেছিলেন, ‘‘ফুটপাতের সবটাই যদি দখল হয়ে যায় তা হলে হাঁটব কিভাবে।” তাই এবার সাত সকালে কঠোর ১০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা দেবব্রত পাল। ফুটপাত দখল করে থাকা হকারদের এবার কিছুটা হলেও রাস্তা থেকে সরিয়ে অল্প পরিসরে জায়গা করে দিয়ে মানুষের চলাচলের সুবিধা করে দিলেন পৌরপিতা দেবব্রত পাল। এ বিষয়ে এদিন তিনি বলেন