অবতক খবর,৪ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নেচার অ্যাণ্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির ব্যবস্থাপনায় ও নেহরু যুব কেন্দ্রের সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান’ প্রতিযোগিতা।

দেড় কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জলপাইগুড়ি শহরের পঁচিশ জন। কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে থেকে শুরু হয়ে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গনে এসে দৌড় শেষ হয়। কেন্দ্রীয় সংশোধনাগারে সামনে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাবের পতাকা দেখিয়ে দৌড়ের সূচনা হয়। দৌড় শেষে রাজবাড়ি প্রাঙ্গণে ‘স্বাধীনতা আন্দোলন ও জলপাইগুড়ি’ বিষয়ে একটি আলোচনার আয়োজন করা হয়েছে। বিশিষ্ট ইতিহাসবিদ সহ অন‍্যান‍্য বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক উমেশ শর্মা ছিলেন নেহুরু যুব কেন্দ্রের আধিকারিক এনটি শেরপা, পুলিশ অফিসার উপাসনা গুরুং সংস্থার সভাপতি প্ৰদোশ কুসুম দাস সহ সভাপতি মিহির ব‍্যানার্জি, সম্পাদক ভাস্কর দাস প্রমুখ।