অবতক খবর, সংবাদদাতা,পূর্ব বর্ধমান :: ফার্নিচারের দোকানে ভয়াভহ আগুন ।সূত্রের খবর ওই দোকানে প্রতিদিন মশা তাড়ানোর ধূপ লাগানো হয়, প্রতিদিনের মতোই রাতেও ছেড়ে দেয়া হয়, আনুমানিক সেই কারণেই আগুন লাগতে পারেবলে অনুমান করছেন পাশের ফার্নিচার দোকানের মালিক রা ।তবে কোনটা ঠিক কোনটা ভুল এখনো প্রজন্ত সঠিক জানা যায়নি, ঘটনাস্থলে পুলিশ এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে।

পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বাবুর বাগ শিব শংকর সেবা সমিতি রোডে মুক্তি সংঘ ক্লাবের পাশে একটি কাঠের ফার্নিচার দোকানে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে ।দমকলের দুটি ইঞ্চি দুঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও পরিবার সূত্রে জানা যায় মোসা তারাতে ধোঁয়া দিয়েছিলো সেই থেকেই আগুন লেগেছে।দোকানের মালিক ভানু কুণ্ডু মেয়ে পূজা কুণ্ডু অল্প বিস্তর আহত হয়েছে আগুনে। কারেন্ট অফ গোটা এলাকায় অন্ধকারের ডুবেছে।